বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

বায়ুদূষণের তালিকায় আজও বিশ্বের নগরীগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আন্তর্জাতিক বায়ু মান সূচক (একিউআই) অনুযায়ী মিশরের রাজধানী কায়রোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল ঢাকা। এ সময় দুই নগরীর একিউআই স্কোর ছিল ২৭৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
তবে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে নগরীর কয়েকটি এলাকায়, যেখানে একিউআই স্কোর ৩০০ ছাড়িয়ে গেছে। এটি দূষণের সর্বোচ্চ ও ঝুঁকিপূর্ণ স্তর, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞদের মতে, এই অসহনীয় বায়ুদূষণের কারণে রাজধানীর বাসিন্দারা নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। আগের তুলনায় শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের সংক্রমণসহ শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। একিউআই ৩০১ থেকে ৫০০ বা তার বেশি হলে বাতাসের মানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা জরুরি স্বাস্থ্য সতর্কতা জারির মতো পরিস্থিতি তৈরি করতে পারে।
অন্যদিকে, একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য ধরা হয়। এই একিউআই সূচক প্রতিদিন একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা দূষিত বা বিশুদ্ধ এবং সেই অনুযায়ী সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে ব্যবহার করা হয়।
মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাপের নগরী ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। বর্ষাকালে বৃষ্টির কারণে সাময়িকভাবে বায়ুর মান কিছুটা উন্নত হলেও গ্রীষ্ম ও শীত মৌসুমে দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করে। পরিবেশবিদরা দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন।
ভিওডি বাংলা/জা







