• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ নারী দল:

থাইল্যান্ডকে ৩৯ রানে হারালো সুপার সিক্সে

স্পোর্টস ডেস্ক    ২৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পি.এম.
বাংলাদেশ নারী ক্রিকেট দল সুপার সিক্সে থাইল্যান্ডকে হারিয়ে জয়ী ইনিংসের শুরু করল-ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সুপার সিক্স ম্যাচে বাংলাদেশের মেয়েরা থাইল্যান্ডকে ৩৯ রানে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এবং ৮ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে থাইল্যান্ডের দল ৮ উইকেটে ১২৬ রানেই থেমে যায়।

রান তাড়া করার সময় কখনই জয়ের মতো অবস্থায় থাকতে পারেনি থাইল্যান্ড। ওপেনার নাথাকান চানতুম ৪১ বলে ৪৬, নানাপাথ ২৯ বলে ২৯ এবং অধিনায়ক নারুমেল চাইওয়াই ২৮ বলে ৩০ রান করেন। বাকিরা কেউই দশের ঘর ছুঁতে পারেনি। বাংলাদেশের মারুফা আক্তার ৩টি, রিতু মনি ও স্বর্ণা আক্তার ২টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুতে হতাশাজনক পরিস্থিতির মুখে পড়ে। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই ওপেনার দিলারা আক্তারের উইকেট হারায়, ৯ বলে ১১ রান করে আউট হন। অন্য ওপেনার শারমিন আক্তারও ৯ বল খেলে আউট হন।

এরপর জোয়ারিয়া ফেরদৌস এবং সোবহানা মোস্তারি দ্বিতীয় উইকেটে ১১০ রানের বড় জুটি গড়ে দলের ইনিংস সামলান। জোয়ারিয়া ৪৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করেন, আর সোবহানা ৪২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন।

মাঝে ২১ রানে ৫টি উইকেট হারিয়ে দল কিছুটা চাপের মধ্যে পড়ে। শেষ দিকে রিতু মনি ৬ বলে ১৫ রান যোগ করে দলকে সম্মানজনক টার্গেটে পৌঁছে দেন।

এ জয় বাংলাদেশের নারী দলকে সুপার সিক্সে আরও আত্মবিশ্বাসী অবস্থানে নিয়ে এসেছে। ম্যাচের শুরু থেকেই দল আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে এবং বোলিং ও ব্যাটিং দুটোতেই সমন্বয় দেখিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ