• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অবৈধভাবে সচিবালয়ে প্রবেশ, কারাদণ্ড ৩

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন দেশের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছে। সরকারের নির্দেশক্রমে সচিবালয়ে প্রবেশ ও যানবাহন নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ অভিযানেই অবৈধভাবে সচিবালয়ে প্রবেশের কারণে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা-২০২৫’ অনুযায়ী প্রবেশ নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে মো. আলিফ শরীফ ও মো. আশিক নামে দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার কর্মকর্তার সই জাল করে তারা সচিবালয়ে প্রবেশ করেছিলেন। এটি সরকারি নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, মো. আলিফ শরীফ দীর্ঘদিন ধরে সচিবালয়ে প্রবেশের জন্য অবৈধ পাস তৈরির সঙ্গে যুক্ত ছিলেন এবং এর আগে একাধিক ব্যক্তিকে সহায়তা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আলিফকে ১ মাস এবং মো. আশিককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, এ ঘটনার সূত্র ধরে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত মো. দিদারুল আলমকেও একই অপরাধে আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সচিবালয়ে অননুমোদিত যানবাহন প্রবেশও কঠোর নজরদারিতে রয়েছে। স্টিকারবিহীন ও মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে না।

মন্ত্রণালয় বলেছে, সচিবালয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে চলবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি