খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোকপ্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোকপ্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার ভারতের পার্লামেন্টের বাজেট সেশনের প্রথম দিনে লোকসভা ও রাজ্যসভা-উভয় কক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সংসদের নিয়ম অনুযায়ী বাজেট অধিবেশনের প্রথম দিনে লোকসভা ও রাজ্যসভার সদস্যদের নিয়ে একটি যৌথ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভাষণ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই অধিবেশনে খালেদা জিয়া ছাড়াও ভারতের সাবেক সংসদ সদস্য এল. গনেশন এবং বর্তমান এমপি সুরেশ কালমাদির মৃত্যুতে শোক ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন এবং একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা হয়। এ উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর ঢাকায় সফর করেন। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঠানো লিখিত শোকবার্তা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের হাতে হস্তান্তর করেন। এই সফরকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারতের চলমান বাজেট অধিবেশন মোট ৬৫ দিন চলবে। এ সময়ের মধ্যে সংসদের উভয় কক্ষে মোট ৩০টি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ২ এপ্রিল ভারতের বাজেট অধিবেশনের সমাপ্তি ঘটবে।
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোকপ্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাঁর প্রভাব ও গুরুত্বেরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
সূত্র: এএনআই
ভিওডি বাংলা/জা







