• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এলএসটিডি প্রকল্পের সহায়তায় ধনবাড়িতে কৃষি উপকরণ বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:১১ পি.এম.
এলএসটিডি প্রকল্পের সহায়তায় ধনবাড়িতে কৃষি উপকরণ বিতরণ। ছবি: ভিওডি বাংলা

কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত উন্নত জাতের ধান বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার ঈদগাঁ মাঠে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের তত্ত্বাবধানে পরিচালিত কিসামত প্রযুক্তি গ্রাম কার্যক্রমের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় কিসামত প্রযুক্তি গ্রামের ১৫০ জন কৃষকের মধ্যে ব্রি উদ্ভাবিত নতুন ০৮টি আধুনিক জাতের ধানের প্রায়োগিক পরীক্ষণ স্থাপনের উদ্দেশ্যে ধান বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং সাইনবোর্ড বিনামূল্যে বিতরণ করা হয়।

এলএসটিডি প্রকল্পের সহায়তায় ধনবাড়িতে কৃষি উপকরণ বিতরণ।

এই উদ্যোগের মাধ্যমে গবেষণার ফলাফল সরাসরি কৃষকের জমিতে প্রয়োগ ও মূল্যায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মাসুদুর রহমান । তিনি বলেন, ব্রি উদ্ভাবিত আধুনিক জাতসমূহ স্থানীয় পরিবেশে পরীক্ষার মাধ্যমে ভবিষ্যৎ কৃষি পরিকল্পনা ও সম্প্রসারণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ব্রি আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইলের কর্মকর্তা আদিবা আফরিন রিম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মসউদ ইকবাল।

এছাড়াও উপস্থিত ছিলেন এলএসটিডি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় অংশগ্রহণকারী কৃষক মো: শাজাহান বলেন, ব্রি’র ধান বীজ ও অন্যান্য কৃষি উপকরণ পেয়ে আমরা উপকৃত হয়েছি। এতে ভালো ফলনের আশা করছি।
কৃষক আবু সাঈদ পাঠান বলেন, ‘ব্রি’র সহায়তায় আমরা নতুন জাত চাষের সুযোগ পাচ্ছি। এতে খরচ কমবে বলে আশা করছি।’

আয়োজকরা জানান, এই প্রায়োগিক পরীক্ষণের ফলাফল ভবিষ্যতে ধান উৎপাদন বৃদ্ধি, আধুনিক জাত নির্বাচন এবং কৃষি সম্প্রসারণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে