• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণের অভিযোগ

ইবি প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ পি.এম.
ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে অপহরণের অভিযোগ। ছবি: ভিওডি বাংলা

নিয়োগ বোর্ড বাধাগ্রস্ত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলাম জুয়েলকে অপহরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঝিনাইদহে নিজ বাসভবনের সামনে থেকে একটি মোটরসাইকেলে করে তাকে তুলে নেওয়ার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, আজ টিএইচএম বিভাগের প্রভাষক নিয়োগের নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সকাল ৮টার দিকে ঝিনাইদহের বাসা থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওয়ানা হন বিভাগের সভাপতি। এ সময় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাকে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান বলে অভিযোগ ওঠে।

সকাল ১০টায় বোর্ড শুরু হওয়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা বিলম্বে বিভাগের সভাপতি ছাড়াই নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। বোর্ডে ৩২ জন প্রার্থীর মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন।

 শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ দাবি করেন, তিনি ওই শিক্ষককে পরে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

শরিফুল ইসলামের পরিবার জানায়, সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বারবার কল আসায় অসুস্থ থাকা সত্ত্বেও তিনি ক্যাম্পাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বের হন। তারা ধারণা করেছিলেন, বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি পাঠানো হয়েছে। তবে পরে বিশ্ববিদ্যালয়ের এক গাড়িচালক ফোন করে জানতে চান, তিনি তাকে নিতে আসছেন কি না—এতে তারা বিভ্রান্ত হন।

অভিযোগের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, প্রক্টর ও রেজিস্ট্রার অস্ত্রের মুখে বিভাগীয় সভাপতিকে তড়িঘড়ি করে নিয়োগ বোর্ড করতে চাপ দিচ্ছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই তিনি নিজ দায়িত্বে তাকে নিয়ে যান এবং পরে বাড়িতে পৌঁছে দেন। তিনি অপহরণের অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘সকালে তিনি অসুস্থ বলে জানিয়েছেন। তাকে কোনো হুমকি দেওয়া হয়নি।’

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘তিনি (বিভাগীয় সভাপতি) অসুস্থতার কারণে আসতে পারবেন না বলে জানিয়েছিলেন। নিরাপত্তার প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিত। অপহরণের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিয়োগ বোর্ড কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।’

ভিওডি বাংলা/ মো: সামিউল ইসলাম/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা