৩ ট্রাস্টিকে পিএইচডি অর্জনে সংবর্ধনা

লন্ডন, ২৬ জানুয়ারি-প্রবাসে ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকেতে তাদের তিনজন ট্রাস্টিকে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার লন্ডনের একটি হলে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনায় উপস্থিত ছিলেন এডুকেশন সেক্রেটারি ড. শামীম আহমেদ, বর্তমান সেক্রেটারি ড. আনসার আহমেদ উল্লাহ এবং ড. মুফতি মোহাম্মদ একরামুল হক মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান রুহুল আমিন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর রুহুল আমিন এবং সহকারী সেক্রেটারি মোনসুজ্জামান মোহন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ মুজাহিদ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, সাবেক নিউহ্যাম চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর লিলু আহমেদ তালুকদার, কাউন্সিলর ফারুক আহমেদ, সাবেক টাওয়ার হ্যামলেটস ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন চিফ প্যাট্রন এস এম সুজন মিয়া, সুরুজ আলী ও হামিদ মোহাম্মদ।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিফ প্যাট্রন এস এম সুজন মিয়া। এরপর বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম আজম তালুকদার, ভাইস চেয়ার আফজাল রাজা চৌধুরী, ভাইস চেয়ার শরীফ উল্লাহ, ভাইস চেয়ার মাহমুদ আলী, ভাইস চেয়ার আকমল হুসাইন, ট্রেজারার আসকর আলী, অর্গানাইজিং সেক্রেটারি আবুল লেইস, আবু শাহিদ, অর্গানাইজিং সেক্রেটারি কামরুজ্জামান, হেলথ সেক্রেটারি মিজানুর রহমান, হুমায়ুন কবির, পাবলিকেশন সেক্রেটারি আলমগীর শাহরিয়ার, মোশাররফ হোসেন, আশিকুল ইসলাম আশিক, আনোয়ার হোসেন পাইলওয়ান, আব্দুল বাসিত, স্কলারশিপ সেক্রেটারি আরশাদ আহমেদ এবং আনোয়ার হুসাইন।
বক্তারা এই প্রোগ্রামে তিনজন ট্রাস্টিকে উচ্চশিক্ষায় অর্জিত সাফল্যের জন্য অভিনন্দন জানান। তারা আরও গুরুত্ব দেন কমিউনিটি লিডারশিপ এবং শিক্ষার গুরুত্বের ওপর। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে কমিউনিটিতে ইতিবাচক প্রভাব বিস্তার করার প্রেরণা লাভ করেন।
সংবর্ধনার মাধ্যমে ট্রাস্টটি তাদের সদস্যদের একাডেমিক উৎকর্ষতা উদযাপন করেছে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শিক্ষার মান ও কমিউনিটি নেতৃত্ব বিকাশের গুরুত্ব পুনরায় উজ্জীবিত করেছে।
ভিওডি বাংলা/জা







