• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ পি.এম.
বাংলাদেশ নারী ক্রিকেট দল। সংগৃহীত ছবি

থাইল্যান্ডের বিপক্ষে জয়ে নিজেদের কাজ আগেই এগিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর বাছাইয়ে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে হারানোয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে নিগার সুলতানাদের।

মুলপানিতে সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত রাখে বাংলাদেশ। একই দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডস বৃষ্টি আইনে ২১ রানে জয় পাওয়ায় বাংলাদেশের শীর্ষ চারে থাকা নিশ্চিত হয়ে যায়।

এতে করে বাছাইপর্বের বাকি ম্যাচগুলোর ফল যাই হোক না কেন, বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের জায়গা নিশ্চিত হলো।

নিয়ম অনুযায়ী বাছাইপর্ব থেকে চারটি দল মূল পর্বে উঠবে। সেখানে তারা যোগ দেবে অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে।

সুপার সিক্সে তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১.১৫ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।

বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে শুক্রবার কির্তিপুরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানারা। এরপর রোববার মুলপানিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই অভিযান শেষ করবে বাংলাদেশ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
থাইল্যান্ডকে ৩৯ রানে হারালো সুপার সিক্সে
বাংলাদেশ নারী দল: থাইল্যান্ডকে ৩৯ রানে হারালো সুপার সিক্সে