টপ নিউজ
উত্তরায় একটি কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পি.এম.

সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পান তারা।
তিনি বলেন, ‘উত্তরার ১১ নম্বর সেক্টরে কাঁচাবাজারে আগুন লেগেছে। তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ভিওডি বাংলা/ আর/ আরিফ







