• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১২ ফেব্রুয়ারির ভোটেই প্রমাণ হবে জনসমর্থন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ১১:১৬ পি.এম.
নির্বাচনী গণসংযোগ ঢাকা-৩ আসনের ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। সংগৃহীত ছবি

বিএনপি সব সময় জনগণের স্বার্থ রক্ষা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। সে কারণেই আগামী নির্বাচনে দেশের মানুষ বিএনপিকেই ভোট দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। 

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি, বেগুনবাড়ি, জেলে পাড়া ও কাচারিপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছি, সেখানেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমেই এর প্রতিফলন দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি হাজী আলী হোসেন ও মীর মোহাম্মদ, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রতন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিকসহ স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব