জামায়াত নেতার মৃত্যু:
শেরপুর জেলা আহ্বায়ক কমিটি স্থগিত করল বিএনপি

সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তবে কমিটি স্থগিতের সুনির্দিষ্ট কারণ কিংবা পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংঘটিত সহিংস ঘটনায় জামায়াত নেতার মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে রাজনৈতিক সহিংসতা এড়াতে দলীয় নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল।
ভিওডি বাংলা/জা







