নির্বাচনের আগ মুহূর্তে এনসিপির ১৩ নেতার পদত্যাগ

নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটিতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন দেখা দিয়েছে। জেলা কমিটির আহ্বায়ক কমিটির ১৩ জন নেতা একযোগে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সরে দাঁড়ানো পলাশ মাহমুদ। তিনি জানান, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, যুগ্ম সদস্যসচিব সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালাম আহসান ও সনজয় দাস। এছাড়া সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।
পদত্যাগপত্রে পলাশ মাহমুদ উল্লেখ করেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বাস্তবতা গভীরভাবে পর্যালোচনা করে তিনি মনে করছেন, বর্তমান সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা এই মুহূর্তে তার পক্ষে সমীচীন নয়। তাই কোনো প্রকার দ্বন্দ্ব বা বিভ্রান্তি সৃষ্টি না করে দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, এই পদত্যাগ কোনোভাবেই দলীয় নেতৃত্বের প্রতি অনাস্থা বা অসম্মানের বহিঃপ্রকাশ নয়। বরং দল ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা, রাজনৈতিক শিষ্টাচার এবং ভবিষ্যৎ সাংগঠনিক স্থিতিশীলতা বজায় রাখার মানসিকতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পলাশ মাহমুদ তার পদত্যাগপত্রে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানান, যেন তা গ্রহণ করে তাকে জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়।
পদত্যাগপত্রের অনুলিপি জেলা আহ্বায়ক ও সদস্যসচিবের পাশাপাশি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছেও পাঠানো হয়েছে বলে জানান তিনি।
নির্বাচনের আগে এনসিপির গুরুত্বপূর্ণ জেলা পর্যায়ের একাধিক নেতার একযোগে পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি করেছে। দলটির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে এ বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
ভিওডি বাংলা/জা







