আমিনুল হক:
সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী বিএনপি, ষড়যন্ত্র রুখে দেবে জনগণ

শেরপুরে গতকাল চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে মিরপুর ৬ নম্বর ব্লকের বস্তি এলাকায় গণসংযোগকালে তিনি এই ঘটনার কথা উল্লেখ করে সব দলের নেতাকর্মী ও সমর্থকদের সর্বোচ্চ সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
আমিনুল হক বলেন, "সহনশীলতা দেখানো এখন আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনা রয়েছে যে, আমরা দীর্ঘ ১৭ বছর অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সাথে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। শেরপুরের মতো বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের এই দীর্ঘ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণের রায়ে সরকার প্রতিষ্ঠিত হবে।"
গণসংযোগকালে মিরপুরের স্থানীয় বাসিন্দারা আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি প্রতিপক্ষ ও জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেন, "একটি পক্ষ শুরু থেকেই মিথ্যাচার ও ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা একসময় ঘরে ঘরে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে প্রতারণা করত, যা মানুষ এখন আর বিশ্বাস করে না। কারণ জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ।"
আমিনুল হক আরও অভিযোগ করেন, পরাজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষ এখন ঘরে ঘরে গিয়ে ভোটারদের এনআইডি ও বিকাশের তথ্য সংগ্রহ করে নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, "তারা যদি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হতো, তবে এনআইডি বা বিকাশের নম্বর নেওয়ার প্রয়োজন হতো না। ইতিমধ্যে তাদের অনেকে অস্ত্রসহ ধরা পড়েছে, যা অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রমাণ দেয়।"
তরুণ ভোটারদের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপিই একমাত্র দল যারা আগামী প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থানের আধুনিক পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। আগামী ১২ তারিখ একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের সচেতন জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ভিওডি বাংলা-সবুজ/জা







