সাংবাদিক পর্যবেক্ষণে নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বলেন, সাংবাদিকরা নির্বাচনের কার্যক্রম পর্যবেক্ষণ করলে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে। তিনি জানান, কমিশন সংবাদ সংগ্রহের কাজ সহজ করতে সব ধরনের সহযোগিতা করবে।
বৈঠকে অংশ নেওয়া সাংবাদিক নেতারা অনলাইনে ভোট পর্যবেক্ষণ ও সাংবাদিক নীতিমালা সংশোধনের প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। তারা সতর্ক করেছেন, রোববারের মধ্যে বিষয়টি সমাধান না হলে আগামী নির্বাচনের কভারেজ নিয়ে পুনর্বিবেচনা করা হবে।
সিইসি সাংবাদিকদের সহযোগিতা ও পর্যবেক্ষণকে নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষণ করলে ভোটারদের আস্থা বৃদ্ধি পাবে এবং জনগণের প্রতি নির্বাচন কমিশনের দায়বদ্ধতা নিশ্চিত হবে।”
ভিওডি বাংলা/জা







