• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টাঙ্গাইল-১ আসন

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা বহরে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পি.এম.
স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা বহরে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার। ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী (তালা) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরের একটি গাড়িতে অভিযান চালিয়ে সেনা বাহিনীর টিমের সদস্যরা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।  ঘটনার সংশ্লিষ্টতার দায়ে তিনজনকে আটক করা হয়েছে।
 
অস্ত্রগুলো হলো চারটি চাইনিজ কুড়াল, ৫ টি হকিস্টিক ও একটি আধুনিক রড। আর আটকরা হলেন-মধুপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে আল বোখারী, একই গ্রামের জুলহাস আলীর ছেলে নাইম এবং ইদ্রিস আলীর ছেলে রিপন হোসেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ১১ টার দিকে মধুপুর পৌর এলাকার নাগবাড়ী মোড়ে সেনা সদস্যরা প্রার্থীর প্রচারণার একটি গাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত কর্ণেল মো. আসাদুল ইসলাম ওরফে কর্ণেল আজাদ  বিভিন্ন এলাকায় জনসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। চারটি গাড়ির বহরের প্রথমটিতে ছিলেন তিনি। নাগবাড়ী এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশির সময় বহরের দ্বিতীয় গাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

ঘটনার পর পরই খবর শোনে আজাদের সমর্থকরা ঘটনাস্থলে দলে দলে ছুটে আসে। এদিকে অনাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দীর্ঘ সময়ের চেষ্টায় জব্দ অস্ত্রসহ আটক তিনজনকে পুলিশে সোপর্দ করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম তিনজন আটক এবং দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন। 

এদিকে আজাদের পক্ষের নাম প্রকাশ না করার শর্তে জনৈক জানান, প্রতিপক্ষের আক্রমণের শঙ্কা বিরাজমান। তাই আত্মরক্ষার জন্য এগুলো রাখা হয়েছিল।

স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত কর্ণেল মো. আসাদুল ইসলাম আজাদ ঘটনার পর গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এক বক্তব্যে একে তার বিরুদ্ধে চক্রান্ত দাবি করছেন।  বলেন, “গুজব ছড়ানো হচ্ছে।" গুজব ছড়ানো থেকে বিরত থাকতে প্রতিপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি। এতে কান না দিতেও জনগণকে অনুরোধ করেছেন। দিন দুপুরে ঢাকার স্বতন্ত্র প্রার্থী হাদী খুনের ঘটনার উল্লেখ করে তিনি জানান, কেউ নিরাপদ নয়, সবার জীবনের মায়া আছে। তাই আমি একা চলাফেরা করি না।

আজাদ এ ঘটনায় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়েছেন।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা