পুলিশের ৪০ কর্মকর্তার এএসপি পদে পদোন্নতি

বাংলাদেশ পুলিশের ৪০ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ







