ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এবং ভারত ম্যাচ বয়কট করতে পারে-এমন গুঞ্জনের মধ্যেই হাইভোল্টেজ এই ম্যাচের নিরাপত্তায় এলিট সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। ম্যাচটি নির্বিঘ্নে আয়োজন করতে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিশ্বকাপ সফলভাবে আয়োজন করাই তাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলোকে ঘিরে বাড়তি নিরাপত্তা নজরদারি থাকবে। তিনি বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, খেলোয়াড় ও দর্শক-সবার জন্যই নিরাপদ পরিবেশ বজায় থাকবে।”
পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করবে। বিমানবন্দরে আগমন থেকে শুরু করে হোটেল, অনুশীলন মাঠ এবং ম্যাচ ভেন্যু পর্যন্ত পুরো সময়জুড়েই খেলোয়াড়দের সশস্ত্র নিরাপত্তার আওতায় রাখা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “দলগুলো বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকে পুনরায় বিমানে ওঠা পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের ঝুঁকি নেওয়া হচ্ছে না।”
বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ হিসেবে পরিচিত ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে নিরাপত্তা প্রস্তুতিতে তাই একচুল ছাড় দিতে নারাজ শ্রীলঙ্কা।
ভিওডি বাংলা/জা







