• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যামিলি কার্ড নয়, নিরাপত্তার কার্ড দেন: মঞ্জু

ফেনী প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:২১ পি.এম.
ফেনীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন মজিবুর রহমান মঞ্জু। সংগৃহীত ছবি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি, গুম, খুন, ইভটিজিং ও নারী নির্যাতন থেকে বাঁচার একটি নিরাপত্তার কার্ড দেন। যেন চাঁদাবাজ এলে পকেট থেকে বের করে দেখাতে পারি—তারেক জিয়ার কার্ড আছে।’

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

মঞ্জু বলেন, ‘ক্ষমতাসীনদের কাছ থেকে আমরা নিরাপত্তার কার্ড চাই। যদি চাঁদাবাজি, জুলুম ও দুর্নীতি থেকে বাঁচার কোনো কার্ড চালু করা হয়, তাহলে আমিও ধানের শীষে ভোট দেওয়ার কথা ভাবতাম।’ 

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দিল্লিতে বসে হুমকি ও ষড়যন্ত্র করা হচ্ছে। একবার হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন, দ্বিতীয়বার সেই সুযোগ পাবেন না। অনেক রক্তের দাগ এখনো শুকায়নি, অনেক মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। এর মধ্যেই একটি বড় দল নির্বাচন চাচ্ছে।’ তিনি বলেন, শহীদদের হত্যার বিচার ও ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে—সে জন্য প্রয়োজনীয় সংস্কারের সুযোগ দিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুল করতে তৎপরতা শুরু হয়েছে। ‘নেতাকর্মীদের বহিষ্কার করে নতুন বাংলাদেশের কথা বললেও পরে ধাপে ধাপে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে—এতে আমরা মর্মাহত,’ বলেন তিনি।

মঞ্জু বলেন, এবারের নির্বাচনে জনগণের সমর্থন পেলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ‘আমরা পুরোনো রাজনীতির অবসান ঘটিয়ে নতুন রাজনীতির মাধ্যমে দেশকে নতুন পথ দেখাতে চাই,’ বলেন তিনি।

এর আগে সকাল ৮টা থেকে জনসভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বক্তব্য দেন ১১ দলীয় জোটের বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীম।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা