• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবার বাড়তে পারে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পি.এম.
আবহাওয়া অধিদপ্তর-ছবি-ভিওডি বাংলা

সারাদেশে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও আগামী কয়েক দিনে আবারও শীত বাড়তে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রার ওঠানামার মধ্য দিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা কখনো সামান্য কমবে, কখনো অপরিবর্তিত থাকবে, আবার কখনো কিছুটা বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে শীতের প্রভাব পুরোপুরি কাটছে না।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনই সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। এই সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।

তাপমাত্রার বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার (৩১ জানুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার (১ ফেব্রুয়ারি) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আবারও সামান্য কমতে পারে, ফলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। তবে পরদিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, যা শীতের অনুভূতি কিছুটা কমাতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়াগত অবস্থার প্রভাবেই তাপমাত্রার এমন ওঠানামা দেখা যাচ্ছে।

আবহাওয়াবিদরা শীতজনিত রোগে আক্রান্ত ঝুঁকিপূর্ণ মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
ঢাকায় শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
রাজধানীতে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
রাজধানীতে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
ঢাকায় রোদেলা দিনেও কুয়াশা, তীব্র শীত অব্যাহত
ঢাকায় রোদেলা দিনেও কুয়াশা, তীব্র শীত অব্যাহত