• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইইউর ঘোষণায় ইরানের আইআরজিসি সন্ত্রাসী সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ পি.এম.
ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলো ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)–কে ‘সন্ত্রাসী সংস্থা’ হিসেবে ঘোষণা করার বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্তে একমত হয়েছে। বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

পোস্টে কাজা কালাস লিখেছেন, আইআরজিসি যেসব নির্যাতন চালিয়েছে, তার পর নীরব থাকা সম্ভব নয়। সে কারণেই ইইউ সাহসী সিদ্ধান্ত নিয়ে আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে একমত হয়েছে।

একই সঙ্গে ইইউ ২১টি সরকারি সংস্থা ও ইরানের বিভিন্ন কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান প্রসিকিউটর এবং আঞ্চলিক পর্যায়ের আইআরজিসি কমান্ডাররা রয়েছেন।

ইইউর এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী একে ‌‘দায়িত্বজ্ঞানহীন ও বিদ্বেষপ্রবণ’ পদক্ষেপ বলে অভিহিত করেছে।

এদিকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এই রাজনৈতিক চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এটি বহুদিন ধরেই প্রয়োজনীয় ছিল।

উল্লেখ্য, ইরানে রিয়ালের দরপতন ও অর্থনৈতিক সংকটের জেরে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়, যা পরে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, এসব বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ১২৬ জন নিহত হয়েছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান