• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই: হাবিব

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পি.এম.
বাসাবো থানায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক উঠান বৈঠকে কথা বলেন হাবিব-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, তিনি প্রতিহিংসার রাজনীতি করবেন না এবং আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  দেশের জন্য বহু মানুষ রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। ছাত্র-জনতাসহ অসংখ্য মানুষ গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। এই ত্যাগের ধারাবাহিকতায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বাসাবো থানায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

হাবিবুর রশিদ হাবিব বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে সবাইকে একত্রে যেতে হবে।  ঢাকাকে নতুনভাবে গড়ে তুলতে হবে এবং ঢাকা-৯ এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন তিনি।

দলের কোনো নেতাকর্মী যদি মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, অন্যায়ের সঙ্গে জড়িত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘ ৩৮ বছর রাজনীতির সঙ্গে যুক্ত। মিথ্যা মামলায় তাকে সাতবার কারাগারে যেতে হয়েছে, দীর্ঘ সময় রিমান্ডে থাকতে হয়েছে এবং হত্যাচেষ্টার শিকার হয়েছেন। এরপরও তিনি প্রতিহিংসার রাজনীতি চান না বলে জানান তিনি।

এলাকায় যারা উন্নয়ন ও কল্যাণ চায় দলমত নির্বিশেষে তাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। নিজেকে এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে হাবিব বলেন, জন্মের পর থেকে এই এলাকাতেই বড় হয়েছি এবং মানুষের স্নেহ ভালোবাসায় রাজনীতি করে আসছি।

নিজের শিক্ষাজীবন ও রাজনৈতিক দায়িত্বের কথাও তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি আইডিয়াল স্কুল থেকে এসএসসি, সিটি কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন।

ঢাকা-৯ আসনের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকায় গ্যাস সংকট, জলাবদ্ধতা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও কমিউনিটি সেন্টারের সংকট রয়েছে। সীমিত সম্পদের মধ্যেই এসব সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, বিগত দিনে কারও ক্ষতি করেননি। প্রতিবেশী ও রাজনৈতিক সহকর্মীদের কাছ থেকে তার সম্পর্কে খোঁজ নিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মা-বোনেরা যদি বলেন তিনি এলাকার ঘরের ছেলে এবং ক্ষতি করেননি, তাহলে তারাই বড় শক্তি হয়ে উঠবেন।

হাবিবুর রশিদ হাবিব সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, ইনশাল্লাহ সবাই মিলে ঢাকা-৯ আসনকে একটি সুন্দর ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব