• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশেদ প্রধান

পলাতক মুফতিকে আবার লন্ডন পাঠানো হবে

নোয়াখালী প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ পি.এম.
বক্তব্য রাখছেন জাগপা সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। সংগৃহীত ছবি

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘লন্ডন থেকে পলাতক এক মুফতি নিজেকে জায়ামাতের গুপ্ত বলছে, কিন্তু আসলে তিনিই ১৭ বছর গুপ্ত ছিলেন। তাকে আবারও লন্ডন পাঠানো হবে।’

শুক্রবার (৩০ জানুয়ারি) নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন। সমাবেশের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাশেদ প্রধান বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটে দাঁড়িপাল্লা ও শাপলা সহ ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দিয়ে সেই পলাতক মুফতিকে পুনরায় লন্ডন পাঠানোর ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, চাঁদাবাজরা underestimate করতে পারেন না, বাংলার জনগণ শক্তিশালী এবং একবার ক্ষেপলে অনেকেই পালাতে বাধ্য হবে।

সমাবেশে জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকার সভাপতিত্ব করেন। এছাড়া জামায়াত ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা