• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশিয়া ফেরত দিল ১ হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পি.এম.
সংগৃহীত ছবি

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আলোচনার পর দুই দেশ তাদের নিহত সেনাদের মৃতদেহ নিজ দেশে ফেরত দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাশিয়া ও ইউক্রেন প্রথমবারের মতো চলতি বছরে এ ধরনের মরদেহ বিনিময় করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহ ফেরত দিয়েছে, এবং ইউক্রেন ৩৮ রুশ সেনার মৃতদেহ গ্রহণ করেছে। এছাড়াও চিকিৎসার জন্য যুদ্ধবন্দিদের বিনিময়ও নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনের ফরেনসিক বিশেষজ্ঞরা মৃতদেহ শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

২০১২ সালের ফেব্রুয়ারি থেকে পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে নিহত সেনাদের ফেরত ও যুদ্ধবন্দিদের বিনিময় রাশিয়া-ইউক্রেনের কয়েকটি সহযোগিতার ক্ষেত্রের মধ্যে অন্যতম। ২০২৫ সালে দুই দেশের মধ্যে মোট ১৪ বার মরদেহ বিনিময় হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান