• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে বেনফিকা–রিয়াল, মোনাকো–পিএসজি জুটি

স্পোর্টস ডেস্ক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পি.এম.
চ্যাম্পিয়ন্স লিগ। সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের ড্র অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের নিয়নে শুক্রবার (৩০ জানুয়ারি)। রিয়াল মাদ্রিদ বেনফিকার মুখোমুখি হবে, যেখানে স্প্যানিশ জায়ান্টদের সেরা আটে ওঠার স্বপ্ন পূরণের লড়াই নতুন করে শুরু হবে।

শিরোপাধারী পিএসজি ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে খেলবে। এছাড়া, নিউক্যাসল ইউনাইটেড, ইন্টার মিলান, জুভেন্টাস, গালাতাসারায়, বরুশিয়া ডর্টমুন্ড, আটালান্তা, ক্লাব ব্রুজ, আতলেটিকো মাদ্রিদ, অলিম্পিয়াকোস এবং বায়ার লেভারকুজেনও প্লে-অফে মুখোমুখি হবে।

প্রথম লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি, ফিরতি লেগ হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।

প্লে-অফ জুটি তালিকা:

বেনফিকা–রিয়াল মাদ্রিদ

মোনাকো–পিএসজি

কারাবাখ–নিউক্যাসল ইউনাইটেড

বুদে/গ্লিম্ট–ইন্টার মিলান

গালাতাসারায়–জুভেন্টাস

বরুশিয়া ডর্টমুন্ড–আটালান্তা

ক্লাব ব্রুজ–আতলেটিকো মাদ্রিদ

অলিম্পিয়াকোস–বায়ার লেভারকুজেন

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
থাইল্যান্ডকে ৩৯ রানে হারালো সুপার সিক্সে
বাংলাদেশ নারী দল: থাইল্যান্ডকে ৩৯ রানে হারালো সুপার সিক্সে