• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি    ৩০ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির সমর্থনে বালিগাঁও ইউনিয়নে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বালিগাঁও ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মামুন, বালিগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আফসারুল কবির পাটোয়ারী, সদর থানা যুবদলের সদস্য মো. বাহার উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন যুবদলের নেতা শফিকুর রহমান স্বপন, মাহমুদুল হক মিলন—সদস্য, ফেনী সদর থানা স্বেচ্ছাসেবক দল এবং ফখরউদ্দিন ভুইয়া—সদস্য, ফেনী সদর থানা স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, পরিচ্ছন্ন ও সৎ রাজনীতিবিদ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, ধানের শীষ বিজয়ী হলে ফেনী-২ আসনে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
জাহান্দার আলী মিয়া বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য