২৪ ঘণ্টার মধ্যে ৩ বছরের শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৪

ঢাকা থেকে তিন বছর বয়সী এক শিশুকে অপহরণ করার ঘটনায় মূল হোতা মো. চাঁন মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সময় গাইবান্ধা জেলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশু অপহরণের মূল হোতা চাঁন মিয়া একজন রিকশাচালক।
পুলিশ ও র্যাবের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মুগদা হাসপাতালে শিশুটির মা পানি কিনতে গিয়েছিলেন। সেই সুযোগে চাঁন মিয়া শিশুটিকে তুলে নিয়ে পালিয়ে যান। শিশুটির মা পরে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব সূত্রে জানা গেছে, অপহরণের ঘটনা জানার পর তথ্য-প্রযুক্তির মাধ্যমে তৎপর অভিযান চালিয়ে চাঁন মিয়া ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, গাইবান্ধা জেলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের পরিচালক। তিনি বলেন, "শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বদা প্রস্তুত। অপহরণকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।"
র্যাবের এই তৎপরতার মাধ্যমে দেখা গেল, দ্রুত তথ্য-প্রযুক্তির ব্যবহারে এবং সঠিক পুলিশি সহায়তায় শিশু অপহরণের ঘটনা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সফলভাবে সমাধান করা সম্ভব।
ভিওডি বাংলা/জা







