• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটের প্রচারণায় ‘বনকাগজ’, লিফলেট থেকে জন্ম নেবে গাছ

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ এ.এম.
লিফলেটে মিশানো টমেটো, মরিচ ও শাকসবজির বীজ-পথের ধুলোতে নয়, বরং মাটিতে গাছের জন্ম দেবে -ছবি: সংগৃহীত

রাজনীতি কখনও শুধু স্লোগান বা মিছিল-মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কখনো এটি যদি মাটির কাছাকাছি পৌঁছায়, তখনই সৃষ্টি হয় নতুন সম্ভাবনা। তেমনই এক অভিনব উদ্যোগ দেখা গেছে বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায়।

এবার ভোটারদের হাতে লিফলেট হিসেবে দেওয়া হচ্ছে ‘বনকাগজ’ -যা কেবল কাগজের টুকরো নয়, বরং একটি প্রাণের সম্ভাবনা। এই বিশেষ কাগজে মিশানো হয়েছে টমেটো, মরিচ এবং নানা ধরনের শাকসবজির বীজ। পথের ধুলোতে পড়ে গেলেও এগুলো আবর্জনায় পরিণত হবে না; বরং প্রথম বৃষ্টির স্পর্শে গাছ হয়ে উঠবে।

মাহবুব সুমন, এই বনকাগজের উদ্যোক্তা, জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য ব্যবসায়িক মুনাফা নয়, বরং পরিবেশ সংরক্ষণ। তিনি বলেন, “পুরোনো কাগজ রিসাইকেল করা হয়। সাধারণ কাগজ তৈরি করতে প্রচুর পানি লাগে এবং বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। কিন্তু আমরা এসব কিছুই করছি না। উল্টো, কাগজে বীজ মিশিয়ে দিচ্ছি।”

এই সৃজনশীল লিফলেটের প্রতিক্রিয়া ইতোমধ্যেই দারুণ। শুধু বগুড়া নয়, ঢাকা, খুলনা, নীলফামারী ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কাগজের অর্ডার আসছে। তারেক রহমানের দলের অন্যান্য প্রার্থীরাও এই বনকাগজ ব্যবহার করছেন। মাহবুব সুমন জানান, “আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব, আমরা সরবরাহের চেষ্টা করছি।”

নগর পরিকল্পনাবিদ ফয়সাল কবির শুভ বলেন, “বনকাগজ ব্যবহার করে লিফলেট বিতরণ করলে পরিবেশের সরাসরি উপকার হয়। এটি দূষণ ঘটাবে না, বরং গাছ জন্মাবে। গাছ কার্বন নিঃসরণ কমাবে এবং বাসাবাড়িতে কিছুটা হলেও সবজির সাপ্লাই দেবে।”

রাজনীতিতে এই ধরনের উদ্ভাবনী চর্চা প্রমাণ করে যে, রাজনীতি মানে কেবল মিছিল-মিটিং নয়। রাজনীতি হতে পারে সুন্দরের চর্চা এবং ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবীর অঙ্গীকার। বনকাগজের মাধ্যমে লিফলেট এখন কেবল ভোটের বার্তা নয়, বরং একটি সবুজ প্রত্যাশা।

এই উদ্যোগটি দেখাচ্ছে, কীভাবে চলমান নির্বাচনী প্রচারণায় পরিবেশ সচেতনতা এবং নান্দনিকতা মেলানো সম্ভব। ছোট্ট বীজের মাধ্যমে একটি বড় বার্তা তৈরি হচ্ছে- প্রতিটি ভোটারকে মনে করানো হচ্ছে, নির্বাচনের সঙ্গে পরিবেশও গুরুত্বপূর্ণ।

এভাবেই বনকাগজ শুধুমাত্র ভোটারদের হাতে পৌঁছাচ্ছে বার্তা নয়, বরং নতুন জীবনের সম্ভাবনাও। গাছ জন্মাবে, পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, এবং এই প্রচেষ্টা ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণার উদাহরণ হিসেবে রয়ে যাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন: নাহিদ ইসলাম
নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব
প্রতিহিংসার রাজনীতি নয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: হাবিব