• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রবাসীদের দেওয়া ভোটের প্রায় এক লাখ ৪০ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন, আর এর মধ্যে ৪ লাখ ৬ হাজার ৫৬৪ প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে। সালীম আহমাদ খান আরও জানান, দেশে ও বিদেশে মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, দেশের অভ্যন্তরে নিবন্ধনকারী দুই লাখ ৬৯ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এ তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দেশের ভেতরে ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট পেপার গ্রহণ করেছেন। এর মধ্যে ২ হাজার ৪২২ জন ভোট দিয়েছেন এবং ১ হাজার ১৪৯ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।

প্রবাসী ভোট ও পোস্টাল ভোট প্রক্রিয়া গত কয়েক বছর ধরে ভোটারদের সুবিধার্থে চালু হয়েছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসীরা দেশের নির্বাচনে অংশ নিতে পারেন। নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ভোটারদের স্বচ্ছ ও নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করাই মূল লক্ষ্য।

এই পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্বাচনী কর্মকর্তারা জানান, প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট যথাযথভাবে বিতরণ ও সংগ্রহ করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোস্টাল ব্যালট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি
পোস্টাল ব্যালট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি
জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ
জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই: সিইসি
অংশগ্রহণমূলক নির্বাচন চাই: সিইসি