সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান

সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নিতে বিসিক শিল্প পার্কে আয়োজিত সমাবেশের মঞ্চে উঠেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হলে নেতা-কর্মী ও সমর্থকদের করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন এবং হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন। এর আগে তিনি বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে পৌঁছান। তাকে এক নজর দেখতে সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী পাবনা জেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে জড়ো হন।

বেলা ১২টার মধ্যেই সমাবেশস্থল এবং আশপাশের সড়কগুলো কানায় কানায় ভরে যায়। জনসমাগমে বিসিক শিল্প পার্ক এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। এতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপির সংসদীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের প্রার্থীদের মধ্যে রয়েছেন-সেলিম রেজা (সিরাজগঞ্জ-১), ইকবাল হাসান মাহমুদ (সিরাজগঞ্জ-২), আয়নুল হক (সিরাজগঞ্জ-৩), এম আকবর আলী (সিরাজগঞ্জ-৪), আমিরুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৫) এবং এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬)।
এছাড়া পাবনা জেলার প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন-শামসুর রহমান (পাবনা-১), এ কে এম সেলিম রেজা হাবিব (পাবনা-২), হাসান জাফির তুহিন (পাবনা-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪) ও শামছুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫)।
নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই জনসভাকে ঘিরে সিরাজগঞ্জ ও আশপাশের এলাকায় ব্যাপক রাজনৈতিক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
ভিওডি বাংলা/জা







