• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাসীরুদ্দীন পাটওয়ারী:

সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:০১ পি.এম.
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী-ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে প্রভাবশালী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করে বলেছেন, সমাজের উচ্চপদস্থ একজন ব্যক্তি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন। যতই শক্তিশালী হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, লাতিন আমেরিকার কুখ্যাত মাদকসম্রাট পাবলো এসকোবার যেমন কার্টেল কিং ছিলেন, তেমনি ঢাকা-৮ আসনেও তার মতো একজন রয়েছেন। তবে ক্ষমতা বা প্রভাব দিয়ে কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না।

পাটওয়ারী বলেন, “আমরা এখানে এমন কিছু অসভ্য মানুষের পাল্লায় পড়েছি, যারা গ্যাংস্টারদের ভাষায় কথা বলে। তারা জুনিয়রদের সম্মান দিতে শেখেনি। পুরো এলাকা যেন এক ধরনের আইয়ামে জাহেলিয়ার মধ্যে আছে।” তিনি আরও বলেন, পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের মতো চরিত্র এখানেও তৈরি হয়ে গেছে, যা সমাজের জন্য ভয়ংকর সংকেত।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের মাধ্যমেই এসব মানুষকে সভ্য করা সম্ভব। আগামী ১২ তারিখের ভোটকে তিনি আইয়ামে জাহেলিয়া থেকে মুক্তির সুযোগ হিসেবে উল্লেখ করেন। “ভোটের মাধ্যমে আমরা সেইসব মানুষদের বিরুদ্ধে অবস্থান নেব, যারা মানুষের সঙ্গে বেয়াদবি করে, সন্ত্রাসী আচরণ করে এবং এলাকায় ভয়ের সংস্কৃতি তৈরি করেছে,”-বলেন তিনি।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা নাগরিকদের মৌলিক অধিকার হলেও তা দীর্ঘদিন অবহেলিত। এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, কাঁচাবাজারের সংকট প্রকট এবং চাঁদাবাজি ও দখলদারিত্ব নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, তার নির্বাচনী এজেন্ডার এক নম্বর অগ্রাধিকার হলো শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা। দ্বিতীয় এজেন্ডা সন্ত্রাস নির্মূল এবং তৃতীয় এজেন্ডা মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দখলদারিত্বমুক্ত সমাজ গঠন। পাশাপাশি নারীদের ওপর হয়রানি বন্ধ, মা-বোনদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্কুলে দখল ও বাণিজ্যিক অপব্যবহার বন্ধ করার অঙ্গীকারও করেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে