ডা. রফিক
স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির পক্ষ থেকে প্রচারণা ও স্বাস্থ্যখাত সংস্কারভিত্তিক দেশ গড়ার পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তিনি। এ সময় চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং শিক্ষার্থী, মেডিকেল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। স্বাস্থ্যসেবার মান, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং রোগীদের ভোগান্তি নিয়ে উপস্থিতরা নানা প্রশ্ন ও মতামত তুলে ধরেন। ডা. রফিকুল ইসলাম এসব বিষয়ে বিএনপির স্বাস্থ্যখাত উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে জবাব দেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতকে জনগণের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’ দুর্নীতির বিরুদ্ধে বিএনপির ঘোষিত জিরো টলারেন্স নীতি স্বাস্থ্যখাতেও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ওষুধ ক্রয়, যন্ত্রপাতি সরবরাহ, নিয়োগ এবং হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
ডা. রফিক বলেন, বর্তমানে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে বরাদ্দ ধাপে ধাপে বৃদ্ধি করে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত চিকিৎসা সম্প্রসারণ, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর শূন্যপদ পূরণ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি সংযোজনের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

মতবিনিময়কালে কয়েকজন বক্তা অতীতের মতো নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার শঙ্কার কথা প্রকাশ করেন। এ প্রেক্ষিতে তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে,’ এবং ভোটের দিন সকালে কেন্দ্র গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। একইসাথে সবাইকে তিনি নিজ নিজ আত্মীয়স্বজনদের বিএনপির দেশ গড়ার পরিকল্পনার বিভিন্ন দিক অবহিত করে ভোটের দিন সুচিন্তিত মতামত দেয়ার আহবান জানান।
এছাড়া তিনি কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
কর্মসূচির শেষ পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণে চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে বিএনপির ঘোষিত দেশ গড়ার রূপরেখা, স্বাস্থ্যখাত সংস্কার পরিকল্পনা এবং সুশাসনভিত্তিক উন্নয়ন ভাবনা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপির মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএসের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডাঃ শাহ মো শাহজাহান আলী ও ডাঃ আসফারুল হাবিব রোজ, ডাঃ জিয়া,ডাঃ ইউনুস, ডাঃ আনিস সহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
ভিওডি বাংলা/ আ







