• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান

দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:০২ পি.এম.
সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে ও দেখতে চায়—কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের কল্যাণে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে দেশ আগামী দিনে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যার রয়েছে দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুরী পাইকপাড়ায় বিসিক শিল্পপার্ক এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। ১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে। আবার ২০২৪ সালের জুলাই–আগস্টে বহু মানুষ সেই স্বাধীনতা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। এখন সেই স্বাধীনতাকে অর্থবহ করে তোলার দায়িত্ব আমাদের সবার। তিনি বলেন, প্রতিপক্ষের সমালোচনা করে হাততালি নেওয়া সহজ, কিন্তু তাতে দেশের কোনো উপকার হয় না।

তিনি আরও বলেন, মানুষ তার ওপরই আস্থা রাখে, যার অভিজ্ঞতা আছে এবং যে বিপদের সময় জনগণকে ফেলে রেখে পালিয়ে যায় না। এসব গুণ বিএনপির রয়েছে। দেশের প্রায় ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে, তাদের ‘গুপ্ত’ বলে চিহ্নিত করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, গত ১৬ বছর এদের দেখা যায়নি; তারা ছিল তাদের সঙ্গেই, যারা ৫ তারিখে পালিয়ে গেছে।

সিরাজগঞ্জবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, তাঁত ও লুঙ্গি শিল্পের কথা বললে সিরাজগঞ্জ ও পাবনার নাম সবার আগে আসে। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে তাঁতশিল্পের সঙ্গে যুক্ত। বিএনপি ক্ষমতায় গেলে এ শিল্পের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জের পাঁচটি ও পাবনার পাঁচটি আসনের বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা