নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুব হক শ্যামল।
শনিবার (৩১শে জানুয়ারি) সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কলামুড়ি এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি বলেন, কেউ যদি ভোটে চাপানোর চেষ্টা করে বা কারচুপির করে তাহলে সাধারণ ভোটাররাই তাকে ধরে প্রশাসনের কাছে সোপর্দ করবেন।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ যেন ভয়ভীতি বা প্রভাবমুক্ত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ইঞ্জিনিয়ার মাহাবুব হক শ্যামল বলেন, নির্বাচন হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। কোনো অনিয়ম বা বাধা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে। এতে করে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। এ সময় তারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে একাত্মতা প্রকাশ করেন।
গণসংযোগকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব এ.বি.এম মমিন, আনিসুল হক মঞ্জু, মইনুল হোসেন চপল, শামিম মোল্লা, ইয়াছিন মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আমিনুল ইসলাম আহাদ/ আ







