• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচারণা

রাজবাড়ী প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পি.এম.
রাজবাড়ীতে ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচারণা। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-১ আসনে ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছে জেলা ছাত্রদল।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে রাজবাড়ী পৌর শহরের আজাদী ময়দান এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্রদল নেতারা আসন্ন নির্বাচনে রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ভোট দেওয়ার আহ্বান জানান।

রাজবাড়ীতে ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচারণা।

গণসংযোগকালে তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

এ সময় রাজবাড়ী পৌর বিএনপির সহসভাপতি মেহেদী হাসান রনি, সদস্য সোহেল রানা, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেনসহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা
বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা