১৮ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, উপাধ্যক্ষ


নিজস্ব প্রতিবেদক
সরকারি তিতুমীর কলেজসহ ১৮টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১৩টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও ৫টি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের দায়িত্ব দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজধানীর সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ পদে পেয়েছে নীলফামারী সরকারি কলেজের অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদকে। তার এ পদায়ন আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন একই কলেজের অধ্যাপক রেহানা আখতার ইয়াছমীন। রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে একই কলেজের অধ্যাপক মো. সারওয়ার জাহানকে। নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বারী। খুলনার সরকারি আযম খান কমার্স কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান প্রধান। ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক ড. মালেকা বিলকিসকে। যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মফিজুর রহমান। সিরাজগঞ্জের রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক সুলতানা সালমা হোসেন। চট্টগ্রামের সন্দ্বীপের সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যাাপক এস এম আবুল হাসেমকে। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন। জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ পদে পেয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান। কুষ্টিয়া সরকারি সিটি কলেজের অধ্যক্ষ করা হয়েছে একই কলেজের অধ্যাপক মোহা. খায়রুল ইসলামকে। চাপাইনবাবগঞ্জের আদিনা ফজলুল হক কলেজের অধ্যক্ষ হয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওএসডি থাকা অধ্যাপক সৈয়দ মো. মোজহারুল ইসলাম। চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে একই কলেজের অধ্যাপক আবদুস সালাম হওলাদারকে। বরিশালের চাখারের সরকারি ফজলুল হক কলেজের উপাধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান। ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ পদে আনা হয়েছে একই কলেজের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিনকে। নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যাপক মো. গোলাম মোস্তফা চৌধুরী।আর রাজশাহী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী কলেজের অধ্যাপক ইয়াসমীন আকতার সারমিনকে।
ভিওডি বাংলা/ এমএইচ
কেসস্প্রিন্ট প্রতিযোগিতা আয়োজন করছে নজরুল বিশ্ববিদ্যালয়
সিয়ামুল ইসলাম ইমন নজরুল বিশ্ববিদ্যালয়ঃ প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় …

সমকামিতা: ডুয়েটের ৭ শিক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
সমকামিতার অভিযোগে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের …

সাজিদের সুষ্ঠু তদন্ত দাবিতে ইবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে …

জাবিতে উচ্চশিক্ষা বিষয়ক “Higher Study 360˚ শীর্ষক সেমিনার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দিনব্যাপী অনুপ্রেরণামূলক সেমিনার “Higher …
