• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সংকটজনক’

   ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৯ পি.এম.
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা এখন ‘সংকটজনক’ বলে জানিয়েছে ভ্যাটিকান। হাঁপানি, নিউমোনিয়াসহ আরও বেশকিছু শারীরিক জাটিলতা নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিসের অবস্থা এখনো সংকটজনক। তিনি বিপদমুক্ত নন। প্লাটিলেট কমে যাওয়ায় পোপকে রক্ত দিতে হয়েছে।

এত অসুস্থতার মধ্যেও ৮৮ বছর বয়সী খ্রিস্টানদের এই ধর্মগুরু চেয়ারে বসতে পারছেন। তবে নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে ‘উচ্চমাত্রায়’ অক্সিজেন দিতে হচ্ছে বলে জানা যায়।

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের শীতে শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ ফ্রান্সিস।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় ধ্বংসস্তূপে চাপা মরদেহ, ক্ষুধায় প্রাণহানি-মৃত্যুমিছিল থামছে না
গাজায় ধ্বংসস্তূপে চাপা মরদেহ, ক্ষুধায় প্রাণহানি-মৃত্যুমিছিল থামছে না
মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের হুমকি, জ্যোতিষী আটক
মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের হুমকি, জ্যোতিষী আটক
৭৮ হাজার শিক্ষার্থীকে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তাব
৭৮ হাজার শিক্ষার্থীকে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তাব