• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
কালিহাতী নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ শিক্ষার্থীদের ফুড ফেয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি : আবদুস সালাম মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার অফিস দেশের স্বার্থে কাজ করবে: পররাষ্ট্র উপদেষ্টা বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার ‎গাইবান্ধায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল আ. লীগের কেন্দ্রীয় অফিস দখল, চলছে পরিচ্ছন্নতার কাজ ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল গণঅধিকার পরিষদ

অভিজ্ঞদের অভাব ‘অনুভব করছেন না’ আফঈদা

   ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৩ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক

অভিজ্ঞদের অভাব অনুভব করবেন কিনা? প্রশ্নটি শুনে একটু সময় নিলেন আফঈদা খন্দকার। এদিক-ওদিক তাকিয়ে, কিছুটা ভেবে নিলেন। এরপর আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, “আমি অভাব অনুভব করছি না।”

সংযুক্ত আরব আমিরাত সফর সামনে রেখে রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা দৃঢ়তা নিয়েই বললেন, আসছে সফরে ভালো ফল পাওয়ার ব‍্যাপারে তিনি আশাবাদী। এই সফরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি আগামী বুধবার, দ্বিতীয়টি ২ মার্চ। খেলার জন‍্য সোমবার দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে দল।

দলে নেই কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করা ১৮ জনের কেউ। যাদের মধ্যে আছেন সাবিনা-মাসুরা-মনিকা-ঋতুপর্ণাদের মতো উইমেন’স সাফ জয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ ১৫ জন। তবে তাদের অভাব অনুভব করছেন না আফঈদা।

“আমি অভাব অনুভব করছি না কারণ আগেও আমি এদের (বর্তমান দলের সতীর্থদের) সাথে খেলেছি; অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলে একই সাথে খেলেছি। সিনিয়ররা যে ধাপে ধাপে অনুশীলন করেছে, আমরাও সেই ধাপে ধাপে অনুশীলন করেছি।”

“তো আমাদের সবার একই রকম অভিজ্ঞতা নাই, কম-বেশি থাকতে পারে। তারা হয়তো অনেক বেশি ম্যাচ খেলেছে, আমরা হয়তো কম খেলেছি কিন্তু তাদের মতই আমরা প্র্যাকটিস করে গেছি। আমরাও একই ধারায় ধারাবাহিকভাবে খেলি।”

বয়সভিত্তিক পর্যায়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে আফঈদা। এই প্রথম তিনি জাতীয় দলে নেতৃত্ব দিবেন। নেতার মতোই দলকে আগলে রাখার প্রশ্নে আশাবাদী গত উইমেন’স সাফে ভারতের বিপক্ষে গোল করা এই ডিফেন্ডার।

“আমি অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়কত্ব করেছি। ওই দলের বেশিরভাগ খেলোয়াড় এখানে রয়েছে। আমি আমার মত করে চেষ্টা করেছি দলটাকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য। পেছন থেকে তাদের সমর্থন দিয়ে যাব। ইনশাল্লাহ আমি সেই চেষ্টা করব।”

আফঈদার দলে আছেন সাফ জয়ী ৮ জন। বাকি ২৩ জনের মধ্যে ৯ জন একেবারেই নতুন। তবে অধিনায়ক দুবাই মিশন নিয়ে আত্মবিশ্বাসী।

“আমাদের স্ট্রাইকার লাইন ভালো আছে। ডিফেন্স, মিডফিল্ডও ভালো। আমাদের পুরা দলটাই ভালো। ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করে দেশে ফিরব।”

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
২০২৭–৩১: ডব্লিউটিসি ফাইনালের ভেন্যু ইংল্যান্ড
২০২৭–৩১: ডব্লিউটিসি ফাইনালের ভেন্যু ইংল্যান্ড
খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি
খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি