• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের পরিস্থিতি নাজুক: শামসুজ্জামান

   ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫২ পি.এম.

রংপুর প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের পরিস্থিতি বড় নাজুক। আইনশৃঙ্খলার দিক থেকে কয়েকদিনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ছয় থেকে সাত মাসে বাজার সিন্ডিকেটের অসম্ভব কষাঘাত, বেকারদের চাকরি না পাওয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর নগরীর দর্শনা বাছিরন নেছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা শীর্ষক আলোচনা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘ঘরে এসে মানুষকে কুপিয়ে যাচ্ছে, হত্যা করছে। চলন্ত বাসে মেয়েরা লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছে। ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যখন প্রতিবাদ জানায়, সুরাহা চায় তখন মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এতে আমরা বুঝতে পারি, দেশের অবস্থা কতটা ভয়াবহ।’

দেশের এমন পরিস্থিতিতে বিএনপি এখনো সরকারের পদত্যাগ দাবি করেনি উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের পরিস্থিতি উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজভাবে মেনে নেবে না। বিএনপির কর্মীরা উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ১৭ বছর শহিদ হয়েছে, নিগৃহীত হয়েছে, জেল খেটেছে, নিমর্মতার শিকার হয়েছে। যত দ্রুত সম্ভব এ ভূখণ্ডকে মানুষের বসবাস উপযোগী করার পদক্ষেপ সরকার নেবে বলে প্রত্যাশা করছি।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা আজ দেখছি বিমানবাহিনীর ঘাঁটিতে দৃষ্কৃতকারীরা আক্রমণ করছে। এর চেয়ে বড় পরিতাপের বিষয় দেশে আর দ্বিতীয়টি নেই। আমরা চাই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক।’

অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাকিব মাসুদ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্য সৃষ্টি করেছে—সালাহউদ্দিন
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
তৃতীয় লিঙ্গের সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু