আবদুল্লাহ আল নোমানের মৃত্যু
চট্টগ্রামের সমাবেশসহ বিএনপির দলীয় কর্মসূচি স্থগিত


নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রামের সমাবেশসহ আজকের দলীয় কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আবদুল্লাহ আল নোমান বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে আজকের চট্টগ্রামের সমাবেশসহ দলীয় কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।’
তবে দলীয় সূত্রে জানা গেছে, আজ ২৫ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড-জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিট বনানী সামরিক করবস্থান শ্রদ্ধা নিবেদনসহ এ সংক্রান্ত কর্মসূচি চলমান থাকতে পারে।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন।মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮৩ বছর বয়সী নোমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু জানিয়েছেন, প্রয়াত এই বিএনপি নেতার জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় ও পারিবারিক সিদ্ধান্তের পর তার মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ভিওডি বাংলা/ এমএইচ
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না বলে …

দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে
নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির …

এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …
