চ্যাম্পিয়ন্স ট্রফি
টাইগারদের বিদায়


ক্রীড়া ডেস্ক :
রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে এ-গ্র“পে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় খেলায়ও হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিউইরা।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেটে ২৩৬ রান তোলে। দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের ৪৫ রানে ব্যাক্তিগত ২৪ রান করে তানজিদ আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহদের মতো ৪ অভিজ্ঞ ব্যাটার মিলে আউট হয় মাত্র ২৪ রান যোগ করে।
মিরাজ ১৩, তাওহিদ হৃদয় ৭, মুশফিকুর রহিম ২ ও মাহমুদউল্লাহ করেন ৪ রান। শেষ পর্যন্ত শান্তর ৭৭ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৩৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন জাকের আলি অনিক। এছাড়া, ২৬ রান করেছেন রিশাদ হোসেন।
নিউজিল্যান্ডের পক্ষে ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন স্পিনার মাইকেল ব্রেইসওয়েল।
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ৭২ রানে উইল ইয়ং, কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে আউট হলে রাচিন রাভিন্দ্রার সর্বোচ্চ ১১২ রানের ইনিংসে ভর করে ৫ ওভার ৫ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় ব্ল্যাক ক্যাপসরা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন টম ল্যাথাম।
বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
ভিওডি বাংলা/ এমএইচ
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে দীর্ঘ ৯ বছরের অপেক্ষার …

ফিনালিসিমার সম্ভাব্য ভেন্যু এবার উরুগুয়ে
কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত ‘ফিনালিসিমা …
