ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনা, আহত ২০ শিক্ষার্থী


ইবি প্রতিনিধি
কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এবং আলামপুর বালিয়া অঞ্চলে সোহাইল নামে ভাড়ায় চালিত বাসটি পাশ্ববর্তী ধানক্ষেতে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়ার কাস্টমস মোড় থেকে সকাল ১০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে ছাত্রদের বাসটি। মাঝপথে এসে দ্রুত গতিতে চলছিলো। এ সময় সামনে অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইবি বাসটি সড়ক থেকে ছিটকে নিচে ধান ক্ষেতে পড়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শিক্ষার্থীদের দাবি, অনতিলম্বে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ করা এবং দুর্ঘটনা এড়াতে লক্ষীপুর থেকে ইবি পর্যন্ত সড়ক মেরামত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার কথা শোনার পরপরই আমরা একটা টিম ঘটনাস্থলে যায়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকজনের পায়ে কাচ ঢুকে গেছে। অপারেশনের প্রয়োজন হলে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
ভিওডি বাংলা/ এমএইচ
জাবিতে জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে ছয়দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে স্বৈরাচার হাসিনার পতনের স্মৃতি …

সাজিদ ইস্যুতে আল কুরআন বিভাগের সভাপতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ্ মৃত্যুর সুষ্টু তদন্ত নিশ্চিতে …

স্থগিত হওয়া এইচএসসির দুই পরীক্ষা একই দিনে : শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় …
