• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তিন মামলায় ১২ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী পলক

   ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৩ পি.এম.

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানিয়েছেন, হত্যাসহ পৃথক তিনটি মামলায় পুলিশের করা ১৯ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে মঙ্গলবার সকালে এ আদেশ দেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

তিনি বলেন, সকালে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সাবেক প্রতিমন্ত্রী পলককে আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও বিস্ফোরক আইনে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চারদিন করে মোট ১২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরদিন বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পলককে আটক করা হয়। হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে তিনি বর্তমানে কারাগারে আছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রিজন ভ্যানে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন ইনু?
প্রিজন ভ্যানে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন ইনু?
সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট
মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট