• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উপদেষ্টা আসিফ মাহমুদ

‘রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি’

   ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শুধু রাষ্ট্র সংস্কার নয় আমাদের ব্যক্তিগত, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সংস্কার’ স্লোগান নিয়ে এবারের জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে।  অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল থাবায় নষ্ট করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতির দীর্ঘ প্র্যাক্টিসের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো কার্যকর ও জনসেবায় অগ্রগামী করার লক্ষে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 

তিনি বলেন, ‘জনগণের সেবা নিশ্চিত করাই স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমি মনে করি, অন্তত পক্ষে সিটি করপোরেশন নির্বাচন হয়ে যাওয়া উচিত। এতে মানুষজন দৈনন্দিন যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।’ 

উপদেষ্টা আরও বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক নেতা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ সব দিকে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আমি আশা করব, আপনারা আরও মার্জিত ও ভদ্রোচিত বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন।’

নতুন আঙ্গিকে স্থানীয় সরকার বিভাগ গড়ে তোলা হবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী করার আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার তা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে স্থানীয় সরকারকে গড়ে তুলতে পারব। আশা করি বাংলাদেশের জনগণ এর দীর্ঘমেয়াদি সুফল ভোগ করবে।’   

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের জনগণের মধ্যে শঙ্কা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সেই পরিস্থিতি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনও উত্তরণ হয়নি। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাব।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা