প্রেস সচিব
‘পতিতদের দোসররা বুদ্ধিবৃত্তিক কাজ দমিয়ে রাখতে চাইছে’


জবি প্রতিবেদক
গুজব ছড়িয়ে পতিতদের দোসররা বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখতে চাইছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত দুদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
কেউ যেন নাগরিকের অধিকার কেড়ে না নেয় সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচারের দোসরদের গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে দেওয়ার অপচেষ্টাকে রুখে দিতে হবে। জুলাই-আগস্টে সব কাজ শেষ হয়নি। এখন আলোচনা ও বিতর্ক-বিশ্লেষণের মাধ্যমে সামনে কাজ করতে হবে।’
প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের একটা বড় অংশ এখন সিটিজেন জার্নালিজম করে। অজ্ঞতার কারণে অনেকে ভুল তথ্য প্রচার করে ফেলে। তবে এ বিষয়ে প্রশিক্ষণ থাকলে এমন ভুল প্রতিরোধ সম্ভব।’
বাংলাদেশ এখন যুগ সন্ধিক্ষণে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এখন সময় এসেছে মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার।’
শফিকুল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রতিটি জায়গায় নারীদের সরব উপস্থিতি ছিল। শেখ হাসিনাকে বিতাড়িত করতে নারীদের কৃতিত্ব অনেক। নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন।’
ভিওডি বাংলা/ এমএইচ
‘বাংলা এডিশন’-এর যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে, জুলাই …

বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ মধ্যে সমঝোতা সই
নিজস্ব প্রতিবেদক
চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে বিনিময় বাড়াতে সমঝোতা স্মারক …

বিজিএমইএ সভাপতির সাথে ডিআরইউ নেতৃবৃন্দের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি …
