• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রেস সচিব

‘পতিতদের দোসররা বুদ্ধিবৃত্তিক কাজ দমিয়ে রাখতে চাইছে’

   ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৫ পি.এম.

জবি প্রতিবেদক

গুজব ছড়িয়ে পতিতদের দোসররা বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখতে চাইছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত দুদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

কেউ যেন নাগরিকের অধিকার কেড়ে না নেয় সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচারের দোসরদের গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে দেওয়ার অপচেষ্টাকে রুখে দিতে হবে। জুলাই-আগস্টে সব কাজ শেষ হয়নি। এখন আলোচনা ও বিতর্ক-বিশ্লেষণের মাধ্যমে সামনে কাজ করতে হবে।’

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের একটা বড় অংশ এখন সিটিজেন জার্নালিজম করে। অজ্ঞতার কারণে অনেকে ভুল তথ্য প্রচার করে ফেলে। তবে এ বিষয়ে প্রশিক্ষণ থাকলে এমন ভুল প্রতিরোধ সম্ভব।’

বাংলাদেশ এখন যুগ সন্ধিক্ষণে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এখন সময় এসেছে মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার।’

শফিকুল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রতিটি জায়গায় নারীদের সরব উপস্থিতি ছিল। শেখ হাসিনাকে বিতাড়িত করতে নারীদের কৃতিত্ব অনেক। নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবাদপত্র ছাড়া মানবসভ্যতা নির্মাণ করা সম্ভব নয়: কাদের গনি চৌধুরী
সংবাদপত্র ছাড়া মানবসভ্যতা নির্মাণ করা সম্ভব নয়: কাদের গনি চৌধুরী
ডিআরইউ ইনডোর গেমস-২০২৫ শুরু ১৭ অক্টোবর
ডিআরইউ ইনডোর গেমস-২০২৫ শুরু ১৭ অক্টোবর
শহিদুল আলমের আটক ইস্যুতে ডিআরইউর নিন্দা ও প্রতিবাদ
শহিদুল আলমের আটক ইস্যুতে ডিআরইউর নিন্দা ও প্রতিবাদ