• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানতে নারাজ গম্ভীর

দুবাইয়ে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত

   ৫ মার্চ ২০২৫, ০৪:৫৬ পি.এম.

ক্রীড়া ডেস্ক

রাজনৈতিক বৈরিতার কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবকটি ম্যাচ ভারত খেলছে দুবাইয়ে। এমনকি স্বাগতিক পাকিস্তানকেও দুবাইতে গিয়ে ভারতের সঙ্গে ম্যাচ খেলতে হয়েছে। যার ফলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, এমন অভিযোগ তুলেছেন অনেকেই। অস্ট্রেলিয়াকে হারানোর পর সেই অভিযোগের বিষয়ে মুখ খুললেন গম্ভীর।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, এমন প্রশ্নের জবাবে গম্ভীর বলেন, ‘অতিরিক্ত সুবিধা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কীসের অতিরিক্ত সুবিধা? আমরা এখানে একদিনও অনুশীলন করিনি। আমরা আইসিসি একাডেমিতে অনুশীলন করছি। ওখানকার কন্ডিশন আর এখানকার কন্ডিশন ১৮০ ডিগ্রি আলাদা। কিছু মানুষ সব সময় অভিযোগ করতেই ভালোবাসে। আসলে তাদের উচিত বড় হওয়া। তাই, আমি মনে করি না যে আমাদের কোনো অতিরিক্ত সুবিধা ছিল।’

গম্ভীর আরও যোগ করেন, ‘প্রথম কথা হলো, এটা আমাদের জন্য ততটাই নিরপেক্ষ ভেন্যু, যতটা অন্যদের জন্য অন্য ভেন্যু। আমার তো মনেও নেই, সবশেষ কবে কোন টুর্নামেন্টে আমরা এখানে খেলেছিলাম! সত্যি বলতে, এই ধরনের কোনো পরিকল্পনা ছিল না। আমরা দুজন ফ্রন্ট লাইন স্পিনার খেলিয়েছি, বাকি দুজন অলরাউন্ডার। পাকিস্তানে খেললেও এটিই করতাম। স্পিনের জাল বিছিয়ে দেয়ার কোনো ব্যাপার ছিল না। প্রথম দুই ম্যাচে তো স্রেফ একজন মাত্র ফ্রন্ট লাইন স্পিনার ছিল, পরের দুই ম্যাচে দুজন নিয়েছি।'

অবশ্য এটিকে অযুহাত হিসেবে দাঁড় করাননি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। হারের দায় নিজেদের ওপর দিয়ে স্মিথ বলেন, ‘দেখুন, আমি এসব কথায় বিশ্বাস করি না। ঘটনা যা হওয়ার তাই হয়েছে। ভারত এখানে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। এই পিচ তাদের খেলার ধরনের সঙ্গে যায়, কারণ তাদের দলে থাকা স্পিনার ও পেসাররা এমন কন্ডিশনের জন্য উপযুক্ত। তারা ভালো খেলেছে, আমাদের হারিয়েছে, এবং যোগ্য দল হিসেবেই জিতেছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৭–৩১: ডব্লিউটিসি ফাইনালের ভেন্যু ইংল্যান্ড
২০২৭–৩১: ডব্লিউটিসি ফাইনালের ভেন্যু ইংল্যান্ড
খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি
খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করল বিসিবি
এই কঠিন সময়ে আসুন সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই: মাশরাফি
এই কঠিন সময়ে আসুন সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই: মাশরাফি