ছাত্রদল নেতার বাড়িতে আগুন দিলেন আ. লীগ নেতা


কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে জমির উদ্দিন নামের এক কলেজ ছাত্রদল নেতার বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জালাল ওরফে জালালের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে উপজেলার মক্রবপুর ইউপির মক্রবপুর গ্রামের দক্ষিণ পাড়া হাজী বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জমির নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই বাড়ির রুস্তম আলির ছেলে। তাৎক্ষণিকভাবে ৯৯৯ কল পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে ছাত্রদল নেতা জমিরের সঙ্গে আ. লীগ নেতা জালালের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠক রায় অমান্য করে মঙ্গলবার রাতে আ.লীগ নেতা জালাল ৩০-৪০ জনের একটি গ্রুপ নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের জানালার কাঁচ ও টিনসেডের বেড়া ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভুক্তভোগী জমির উদ্দিন বলেন, জালাল গত ১৬ বছর আ. লীগের দাপটে অনেক জুলুম নির্যাতন করেছে। এ জায়গা নিয়ে অনেক সালিশ বৈঠক হয়। কিন্তু তিনি কোনো রায় মানেন না। তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়লে রাত ১২টার দিকে জালালের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় সিসি টিভির ক্যামেরা এবং বাড়ির জানালা ও টিনসেডের বেড়া ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ৯৯৯-এ কল দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযুক্ত আ.লীগ নেতা জালাল বলেন, তিনি এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি জানেন না।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …

৫ সদস্যের সিলেকশন কমিটি গঠনে একমত বিএনপি : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের জন্য …

প্রধান উপদেষ্টার স্বজনপ্রীতির বড় উদহারণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, …
