সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুর-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, বুধবার রাতে ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মিরপুর-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আশুলিয়া থানায় তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা আছে।
বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এম এ মালেক ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।
ভিওডি বাংলা/ এমএইচ
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য মো: হাসমত উল্লাহ বলেছেন, হিন্দুস্তানের …

শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অর্থনীতিতে …

নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি প্রধান উপদেষ্টাকে …
