• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

মিয়া মশিউজ্জামান

প্রবনতা রোধে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে

   ৬ মার্চ ২০২৫, ০৮:০৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল (অবঃ) মিয়া মশিউজ্জামান  বলেন, গণঅভ্যুত্থানে সংশ্লিষ্ট সকল দল মতের নেতৃবৃন্দকেও মনে রাখতে হবে, ছাত্র জনতার নামে দেশে যত ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হবে তার দায় দিন শেষে আন্দোলনকারী শক্তিগুলোর উপরই বর্তাবে। দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে সরকারকে বিব্রত করার নানা ষড়যন্ত্র করা হচ্ছে। অবিলম্বে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবনতা বন্ধ করতে হবে। 

বৃহস্পতিবার(৬ মার্চ) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ৫ম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

ছাত্র জনতার নাম করে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ব্যক্তিগত সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান বা বাসা বাড়িতে তল্লাশির নামে লুটপাট সহ নানা ধরনের অরাজকতার দৃশ্য আমাদের চোখে পড়ছে, যা অত্যান্ত দুঃখজনক। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে ছাত্র জনতার নামে আইন নিজের হাতে তুলে নেওয়ায় সারাবিশ্বে দেশের ভাবমূর্তী নষ্ট হচ্ছে। এতে পতিত ফ্যাসীবাদি শক্তি ও তার দোসররা লাভবান হচ্ছে। কাজেই অবিলম্বে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবনতা রোধে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে বলে দাবি করেন আম জনতারদল এর সভাপতি কর্ণেল (অবঃ) মিয়া মোহাম্মদ মশিউজ্জামান। 

পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক, গবেষক ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ। আরও বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিবলী নোমান। 

বিশেষ অতিথির বক্তব্যে মাসুম বিল্লাহ বলেন, এবি পার্টির গণইফতার অনেক চমৎকার ও ব্যতিক্রমি একটি আয়োজন। উপস্থিত সকলকে তিনি সৎভাবে জীবনযাপন করার তাগিদ দিয়ে বলেন,গণইফতারে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে দেখতে পাচ্ছি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশে থেকে এবি পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন,  উত্তরের সদস্য সচিব সেলিম খান, সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ ) শাহজাহান ব্যাপারী, মহানগর দক্ষিনের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহঃ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ। 

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু