লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক


নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছোট ভাই শাকরিন সিদ্দিক সকাল সন্ধ্যাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আরেফিন সিদ্দিককে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শাকরিন সিদ্দিক বলেন, “তিনি ভালো নেই। কিছুই বলা যাচ্ছে না। উনি ভেন্টিলেশনে আছেন।”
তার চিকিৎসার জন্য পাঁচ ব্যাগ এ পজেটিভ রক্ত প্রয়োজন বলেও চিকিৎসকের বরাত দিয়ে জানান তিনি।
আরেফিন সিদ্দিকের বয়স প্রায় ৭২ বছর। ২০০৯ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। এরপর আবার ফিরে যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। ২০২০ সালে অবসরে যান তিনি।
কীভাবে বা কখন তিনি অসুস্থ হয়ে পড়েন তা জানতে চাইলে শাকরিন বলেন, দুপুর সোয়া দুইটার দিকে আরেফিন সিদ্দিক গ্রিনরোডে যান ব্যাংক থেকে টাকা তুলতে। সেখান থেকে তিনি ঢাকা ক্লাবে যান। ক্লাবের বেকারিতে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতে গেলে সেখানেই হঠাৎ করে পড়ে যান।
শাকরিন সিদ্দিক বলেন, “বিক্রয় কর্মীদের একজন বলেছেন, ‘স্যার কথা বলতে বলতে ঠাস করে পড়ে গেলেন। চোখের সামনে দেখলাম’।”
এরপর সঙ্গে সঙ্গেই আরেফিন সিদ্দিকের গাড়িচালক ও ঢাকা ক্লাবের কর্মীরা তাকে পাশের বারডেম হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে নেওয়া হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল।
হাসপাতালটির কর্মকর্তা বেলাল হোসেন সকাল সন্ধ্যাকে বলেন, “আমরা শুনেছি মাথা ঘুরে স্যার পড়ে গিয়েছিলেন। প্রথমে তাকে বারডেমে নেওয়া হয়। সেখানে সিটিস্ক্যান করানোর জন্য চিকিৎসরা পরামর্শ দেয়। কিন্তু সেখানে এ পরীক্ষার ব্যবস্থা না থাকায় পাশেই ইব্রাহীম কার্ডিয়াস হাসপাতালে নেওয়া হয় তাকে।
“এখানে চিকিৎসক অধ্যাপক নজরুল ইসলাম স্যারের চেম্বারে তাকে নেওয়া হয়। স্যারের পরামর্শ মতো হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আইসিইউতে তাকে ভর্তি করা হয়েছে।”
ভিওডি বাংলা/ িএমএইচ
‘আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে মিছিল করেছে’
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনের সড়কে ভাঙ্গারি …

৩ বিভাগে ভারি বৃষ্টির আভাস, পাহাড় ধসের শঙ্কা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের …

মাইলস্টোনে ট্র্যাজেডি : নিহত বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর …
