• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের টিয়ারশেল সাউন্ড গ্রেনেড

ঢাকায় নিষিদ্ধ হিযবুত তাহরীর মিছিল

   ৭ মার্চ ২০২৫, ০২:৫৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।  

হিযবুত তাহরীর বায়তুল মোকররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এরই মধ্যে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে এক দফা তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা।  এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও ইট পাটকেল ছুড়তে দেখা গেছে।  ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

দুপুর দুইটার পরও ওই এলাকায় সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। এদিকে সকালে এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।  

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে ৬ সেনা নিহত, তারেক রহমানের শোক
শান্তিরক্ষা মিশনে ৬ সেনা নিহত, তারেক রহমানের শোক
গুলি করে হিন্দুস্তানি আ’লীগ পুনর্বাসন হবে না : রাশেদ প্রধান
গুলি করে হিন্দুস্তানি আ’লীগ পুনর্বাসন হবে না : রাশেদ প্রধান
রিজভীর দুঃখ প্রকাশ
রিজভীর দুঃখ প্রকাশ